সিলেটমঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

করজোড়ে ক্ষমা চেয়েছেন সাফা কবির

Ruhul Amin
এপ্রিল ১৬, ২০১৯ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

‘পরকাল বিশ্বাস করেন না’-এমনই এক মন্তব্য করে বেশ বিপাকে পড়েছেন টেলিভিশন পর্দার নন্দিত অভিনেত্রী সাফা কবির। পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের একটি বেসকারকারি রেডিও স্টেশনে সাফা কবির সাক্ষাৎকার দিতে যান। অনুষ্ঠানটির ফাঁকে এক ভক্ত সাফা কবিরকে আক্রমণাত্মক ভাবে প্রশ্ন করেন, আপনি পরকাল বিশ্বাস করেন? করলে তো এভাবে চলাফেরা করতে পারতেন না। সঙ্গে সঙ্গে ওই ভক্তের প্রশ্নের জবাবে সাফা কবির বলেন, ‘আমি পরকালে বিশ্বাস করি না।’

সাফা প্রশ্ন রেখে আরো বলেন, ‘যেটা দেখা যায় না সেটা নিয়ে কথা বলে লাভ কি? সত্যিকার অর্থে আমি যেটা দেখিনা। সেটা কখনো বিশ্বাসও করিনা।’

সাফার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে বইছে সমালোচনার ঝড়। পাল্টাপাল্টি বক্তবে সোশ্যাল মিডিয়া রীতিমতো গরম। অনেকে মজা করে সাফা কবিরকে এলিয়েনের সঙ্গে তুলনা করছেন। শুধু তাই নয়, এ ধরনের অসংখ্য মন্তব্যের তীর ঝাজরা করে দিচ্ছে সাফা কবিরের জনপ্রিয়তা। অনেকেই বলছেন এমন বেয়াদবি সত্যিই সহ্য করার নয়।

এদিকে বিয়টি নিয়ে দীর্ঘ সময় চুপ থাকলেও শেষ পর্যন্ত মুখে কুলুপ এটে থাকতে পারলেন না এ অভিনেত্রী। অবশেষে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে বিষয়টি নিয়ে ফের মুখ খুলেছেন তিনি। তবে এটা কোনো রেডিও কিংবা টেলিভিশনের পর্দায় নয়, সেই সোশ্যাল মিডিয়াতেই সাফা নিজের অবস্থান পরিষ্কার করেছেন। চেয়েছেন ক্ষমাও। জানান দিয়েছেন আরো অনেক বিষয়ে।

সাফা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। আমি এবং আমার আল্লাহ জানে, কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনো কথা আমি বলিনি। তবুও, আমার কোনো কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দু:খিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী।’

এই অভিনেত্রী আরো লিখেছেন, ‘তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।’
বিষয়টি সম্পর্কে জানতে সেল ফোনে ইনকিলাব থেকে যোগাযোগ করা হয় সাফা করিরের সঙ্গে। তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ফেসবুক পেজে যে লেখাটি তিনি প্রকাশ করেছেন। একই লেখা এই প্রতিবেদককে মেসেজ দিয়ে জানিয়েছেন।